সাম্প্রতিক কর্মকান্ড
► রাজস্ব ও উন্নয়ন খাতের আওতায় প্রদর্শনী মৎস্য খামার স্থাপন ও মৎস্য আবাসস্থল উন্নয়ন;
► বিল নার্সারী স্থাপন ও পরিচালনা এবং উন্মক্ত জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ;
► মৎস্যচাষি, মৎস্যজীবী ও উদ্যোক্তাকে পরামর্শ প্রদান;
► মৎস্য হ্যাচারী নিবন্ধন ও নবায়ন এবং মৎস্য খাদ্যমান পরীক্ষা;
► মৎস্যসম্পদ উন্নয়নে অভিযান ও ভ্রাম্যমান আদালত পরিচালনা;
► মৎস্য রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে পরিদর্শন ও পরামর্শ প্রদান;
► মৎস্যচাষি, মৎস্যজীবী ও অন্যান্য সুফোলভোগীদের প্রশিক্ষণ প্রদান;
► মৎস্য আবাসস্থল উন্নয়ন ও ব্যবস্থাপনায় সুফোলভোগী সম্পৃক্তকরণ;
► মৎস্য প্রজাতির বৈচিত্র্যতা ফিরিয়ে আনতে মৎস্য অভয়াশ্রম স্থাপন ও মেরামত এবং সংরক্ষণ
► মৎস্যখাতে নতুন নতুন উদ্যোক্তা তৈরি;
► গুনগত মান নিয়ন্ত্রণে মৎস্য ও মৎস্যপণ্য পরিদর্শন ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ;
► বছরব্যাপী বিশেষ মৎস্য সেবা প্রদান।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস