1.0প্রশিক্ষন ও প্রকল্প সংক্রান্ত তথ্যাদি
1.1 ইউনিয়ন পর্যায়ে মৎস্যচাষ প্রযুক্তি সেবা সম্প্রসারন প্রকল্প এর বার্ষিক অগ্রগতির প্রতিবেদন
আধুনিক মৎস্যচাষ প্রযুক্তি প্রসারে সামগ্রিকভাবে দেশে মৎস্য সম্প্রসারণ কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে ‘‘ইউনিয়ন পর্যায়ে মৎস্যচাষ প্রযুক্তি সেবা সম্প্রসারন প্রকল্প ’’ জানুয়ারী ২০১০ হতে অদ্যাবদি বাস্তবায়িত হচ্ছে। আধুনিক মাছ চাষ প্রযুক্তি প্রসারে দেশে ব্যাপক মৎস্য সম্প্রসারণ কার্যক্রম পরিচালনা করা, প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে মৎস্য উৎপাদন বৃদ্ধি ও খাদ্য নিরাপত্তা বিধান, মৎস্য চাষীদের প্রশিক্ষন ও ফলাফল প্রদর্শনের মাধ্যমে মৎস্যচাষ সম্পর্কে উদ্বুদ্ধকরণ, বেকার যুবক, যুব মহিলা ও অন্যান্য জনগোষ্ঠীর আত্ম কর্মসংসহান সৃষ্টি ও আর্থ-সামাজিক উন্নয়ন, গ্রামীন মৎস্যচাষ সম্প্রসারণ সংগঠন উন্নয়নের মাধ্যমে সম্প্রসারণ সেবা সহায়ীত্বশীলকরণ ও মৎস্যচাষীদের সঙ্গে সংশ্লীষ্ট সম্প্রসারণ ও গবেষনা প্রতিষ্ঠানের সাথে কর্ম সম্পর্ক উন্নয়ন করা এবং ইউনিয়ন পর্যায়ে একজন সহানীয় মৎস্য সম্প্রসারণ কর্মী (লিফ) নিয়োগ এই প্রকল্পের অন্যতম উদ্দেশ্য। এই প্রকল্পের আওতায় প্রদত্ত প্রশিক্ষন সংক্রান্ত তথ্যদির বিবরণ নিন্মের ছকে প্রদত্ত হলোঃ
কার্যক্রমের নাম | চাষীর প্রকার | প্রশিক্ষন | জলাশয়ের আয়তন (একর) | গড় মৎস্য/পোনা উৎপাদন(কেজি/শতক) | মন্তব্য | ||
প্রশিক্ষনাথীর সংখ্যা | দিন | প্রশিক্ষণপূর্ব | প্রশিক্ষণোত্তর | ||||
| ২ | ৩ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ |
পুকুরে মাছচাষ | আরডি (ফলাফল প্রদর্শক) | ১০ | ৩ | ৫.৫৩ | ১৭.১৫ | ১৮.৯৮ |
|
এফএফ (সহযোগী প্রদর্শক) | ৬০ | ৩ | ৩৭.০৭ | ১২.৮৭ |
|
|
2.0 ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা
নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলায় ১৭৩২হেঃ আয়তন বিশিষ্ট ৫৯৭২টি পুকুরে মোট মাছের উৎপাদন ৬৪০৮ মে.টন। মহাদেবপুর উপজেলা মৎস্য সম্পদে সমৃদ্ধ। এখানে রয়েছে ছোট-বড় বিভিন্ন প্রকার পুকুর, দিঘী, নদী-নালা, খাল-বিল, প্লাবনভূমি ইত্যাদি জলাশয়। উৎপাদিত মাছ নওগাঁ জেলার চাহিদা মিটিয়ে বাইরে বিক্রি হচ্ছে। এই উপজেলাধীন বড়বিলা বিল ,হাতুড়বিল, গোপালডাঙ্গা বিল, পাতনা বিল প্রকল্পের মাধ্যমে মাছ চাষের আওতায় আনা গেলে এবং উপযুক্ত জলাশয়ে মৎস্য অভয়াশ্রম স্থাপন করে মা মাছ রক্ষা করা গেলে বিপুল পরিমাণ মৎস্য উৎপাদন বৃদ্ধি পাবে।
১.বড়বিলা বিল বিভিন্নমৎস্য উন্নয়ন প্রকল্পভুক্ত করনের জন্য জেলা মৎস্য কর্মকর্তার মাধ্যমে প্রস্তাব প্রেরণকরা হয়েছে।জলাশয়টি বিভিন্ন প্রাকৃতিক কারণে ভরাট হয়ে গেছে, জরুরি ভিত্তিতে পুন:খনন প্রয়োজন।
২ . গোপালডাঙ্গা বিলঅর্থনৈতিকভাবে পশ্চাদপদ এলাকার জনগনের দারিদ্র বিমোচন ও জীবিকা নির্বাহ নিশ্চিতকরণ প্রকল্পভুক্ত করনের জন্য জেলা মৎস্য কর্মকর্তার মাধ্যমে প্রকল্প পরিচালকের দপ্তরে প্রস্তাব প্রেরণ।
৩. মহাদেবপুর উপজেলার আত্রাই নদীর গভীর অংশে অভয়াশ্রম সহাপনের জন্য মঙ্গা প্রকল্পের প্রকল্প পরিচালকের দপ্তরে প্রস্তাব প্রেরণ করা হয়েছে। প্রকল্পটির কার্যক্রম শুরু হলে অত্র উপজেলায় প্রচুর পরিমান প্রাকৃতিকভাবে মাছের বংশ বিস্তার হবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস